নরসিংদী থেক র‍্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মার্চ , ২০২৫ ১৩:২৮ আপডেট: ১২ মার্চ , ২০২৫ ১৩:২৮ পিএম
নরসিংদী থেক র‍্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার (১১ মার্চ) নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে রায়পুরা থানার হত্যা চেষ্টা মামলার (মামলা নং-৫২(১)২০২৫) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহসিন (২৮) কে গ্রেফতার করা হয়

মঙ্গলবার (১১ মার্চ) নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে রায়পুরা থানার হত্যা চেষ্টা মামলার (মামলা নং-৫২(১)২০২৫) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহসিন (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহসিন রায়পুরা উপজেলার বোয়ালমারা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।  
"বাংলাদেশ আমার অহংকার"—এই স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সন্ত্রাস, জঙ্গি, অবৈধ অস্ত্র, মাদক ও চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।  
গত অগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত র‍্যাব-১১ পরিচালিত অভিযানে ৫১ জন চাঞ্চল্যকর অপরাধী, ৬৫ জন হত্যা মামলার আসামি, ৩১ জন ধর্ষণ মামলার আসামি, ৮ জন অস্ত্র মামলার আসামি, ৭৯টি অস্ত্র ও ১২৭০ রাউন্ড গুলি উদ্ধার, ২১৫ জনের বেশি মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩৫ জন অপহরণকারী গ্রেফতার এবং ২৪ জন ভিকটিম উদ্ধার, ৪৪ জন ছিনতাইকারী ও ডাকাত এবং ৩৩ জন জেল পলাতক আসামি গ্রেফতার করেছে।  
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন আত্মগোপনে থাকা মহসিনকে গ্রেফতার করা হয়।  
জিজ্ঞাসাবাদে মহসিন স্বীকার করেছে, রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজলকে গুলিবিদ্ধ করার ঘটনায় সে সরাসরি জড়িত ছিল। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল।  
গ্রেফতারকৃত মহসিনকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাজুল ইসলামের মাধ্যমে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। 
র‍্যাব-১১ জানায়, অপরাধীদের ধরতে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের তৎপরতা আরও জোরদার করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo