কক্সবাজারে সাংবাদিক হামলার ঘটনায় মামলা

ওমর ফারুক প্রকাশিত: ২ অক্টোবর , ২০২৪ ২২:৪৮ আপডেট: ২ অক্টোবর , ২০২৪ ২২:৪৮ পিএম
কক্সবাজারে সাংবাদিক হামলার ঘটনায় মামলা
সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় ভুক্তভোগী সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদ মামলাটি করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এই ঘটনায় মামলার প্রধান আসামি ও ২নং আসামি কারাগারে আছেন।বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফয়জুল আজিম নোমান।

কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয় ভবনে সাংবাদিককে হামলা করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। 

সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় ভুক্তভোগী সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদ মামলাটি করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এই ঘটনায় মামলার প্রধান আসামি ও ২নং আসামি কারাগারে আছেন।বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফয়জুল আজিম নোমান। 

তিনি জানান, সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদের মোবাইল ছিনতাই ও মারধরের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টায় জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচ তলায় প্রকাশ্যে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমন ঘটনার শিকার হয়েছেন ঢাকা পোস্ট কক্সবাজারের জেলা প্রতিনিধি,  সিসিএন নিউজ ও দৈনিক সকালের কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম ফরহাদ। 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায়, সাইদুল ইসলাম ফরহাদ জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫/৭ জনের একট গ্রুপ এসে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে বীরদর্পে পালিয়ে যায় সন্ত্রাসীরা। জেলা প্রশাসক কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা ও  ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়েছেন সাংবাদিক সমাজ। জেলা প্রশাসক কার্যালয়ের ভবন অনিরাপদ হয়ে পড়ায় আতংকে রয়েছেন সাংবাদিকসহ সাধারণ জনগণ।


এই বিভাগের আরোও খবর

Logo