রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের উদ্যোগে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায়তানোর উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তানোর উপজেলার মূলধারা তিনটি প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাব ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি সাঈদ সাজু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্য রাখেন— তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি বকুল হোসেন তানোর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি ইমরান হোসেন তানোর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি টিপু সুলতান তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল তানোর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন তানোর মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের কোষাধক্ষ্য মনিরুজ্জামান মনি তানোর মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের নির্বাহী সদস্য আলিফ হোসেন।সভায় সাংবাদিক নেতৃবৃন্দ তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম, পেশাগত উন্নয়ন ও নানামুখী দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা।সাংবাদিকদের কল্যাণে সহায়তা তহবিল গঠন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ।স্থানীয় গণমাধ্যমের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।