সিএমপি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ৩ জুলাই , ২০২৪ ১৫:৫৩ আপডেট: ৩ জুলাই , ২০২৪ ১৫:৫৩ পিএম
সিএমপি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
২জুলাই(মঙ্গলবার) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংবর্ধনায় বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও বিদায়ী সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, ডিজিএফআই চট্টগ্রামের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল সারোয়ার, রেঞ্জের সম্মানিত ডিআইজি নূরে আলম মিনা বিপিএম ( বার) পিপিএম , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশের ভারপ্রাপ্ত এসপি কবীর আহম্মেদ সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বিদায়ী কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম (বার) পিপিএম( বার) কে পদোন্নতিজনিত বিদায় উপলক্ষ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

২জুলাই(মঙ্গলবার) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংবর্ধনায় বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও বিদায়ী সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, ডিজিএফআই চট্টগ্রামের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল সারোয়ার, রেঞ্জের সম্মানিত ডিআইজি নূরে আলম মিনা বিপিএম ( বার) পিপিএম , জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশের ভারপ্রাপ্ত এসপি কবীর আহম্মেদ সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক বিদায়ী সিএমপি কমিশনারের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি আলোকপাত করেন। বিশেষত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য বিদায়ী সিএমপি কমিশনার মহোদয়ের প্রতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আনসারের চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল, ডিজিএফআই চট্টগ্রাম এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা। 

বক্তব্যে অতিথিবৃন্দ বিদায়ী সি এম পি কমিশনার দৃঢ় নেতৃত্ব ও অনাড়ম্বর জীবন যাপনের ভূয়সী প্রশংসা করেন।বিদায়ী সিএমপি কমিশনার তার বক্তব্যে চট্টগ্রামের কর্মকালীন সময়ে নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন পাশাপাশি সহযোগিতার জন্য বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ধন্যবাদ প্রদান করেন।অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় কমিশনার বিদায়ী সিএমপি কমিশনারকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান ও ভবিষ্যৎ কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় বিদায়ী সি এম পি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এই বিভাগের আরোও খবর

Logo