দীর্ঘ ১১বছর পর নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন

ফরিদ মিয়া প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৫২ আপডেট: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৫২ এএম
দীর্ঘ ১১বছর পর  নান্দাইল উপজেলা বিএনপি ও  পৌর বিএনপির কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর পুত্র ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহবায়ক ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে। নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন এবং দীর্ঘদিন পর নান্দাইল উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করছে। অপরদিকে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে ৮১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটি ঘোষনা করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo