ঘাটাইলে পৌর মেয়রের বিরুদ্ধে মানব বন্ধন

আবু মোঃ শোয়েব প্রকাশিত: ১১ নভেম্বর , ২০২৩ ১২:৩৪ আপডেট: ১১ নভেম্বর , ২০২৩ ১২:৩৪ পিএম
ঘাটাইলে পৌর মেয়রের বিরুদ্ধে মানব বন্ধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর সভার নামীয়(বায়নামুলে) জমি বর্তমান মেয়র আব্দুর রশিদ মিয়া, কাউন্সিলর শাহাদাৎ সরকার শামীম, হিসাব রক্ষক হেলাল কতৃক তিনজনে গোপনে অবৈধ ভাবে জমি দলিল করে নেন। দলিল বাতিল করণ এবং জমি পৌর সভার নামে ফিরিয়ে দেবার দাবীতে শনিবার(১১নভেম্বর) সকাল এগারোটায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর সভার নামীয়(বায়নামুলে) জমি বর্তমান মেয়র আব্দুর রশিদ মিয়া, কাউন্সিলর শাহাদাৎ সরকার শামীম, হিসাব রক্ষক হেলাল কতৃক তিনজনে গোপনে অবৈধ  ভাবে  জমি দলিল করে নেন। দলিল বাতিল করণ এবং জমি পৌর সভার নামে ফিরিয়ে দেবার দাবীতে শনিবার(১১নভেম্বর) সকাল এগারোটায়  মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পৌর সভার সচেতন নাগরিক আয়োজিত, টাংগাইল-ময়মনসিংহ  মহা সড়কের পাশে পারুল প্লাজার সম্মুখে মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র সরকারি  জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান, বিআর.ডিবির চেয়ারম্যান  মোঃ রুহুল আমীন, যুবলীগ নেতা কাজী মাহফুজুল হক জুয়েল, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয়  কলেজের সাবেক এজিএস মোঃ রঞ্জু মিয়া, আওয়ামী যুবলীগ নেতা রকিবুল হাসান মানিক, থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগ সদস্য  তপন, ঘাটাইল বনিক সমিতির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম আয়নাল, পৌর আওয়ামী যুবলীগ নেতা আল আমীন প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo