কসবায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন

রাসেল মিয়া প্রকাশিত: ৬ মে , ২০২৪ ১১:০৯ আপডেট: ৬ মে , ২০২৪ ১১:০৯ এএম
কসবায় একাধিকবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন
রবিবার সকালে কসবা থানা প্রেস ক্লাবে পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেন মোঃ গোলাম হোসেন, এবং সাংবাদিরকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক ও আয়না। আপনারা নীরহ, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।আমি একজন হতভাগা আপনাদের মাধ্যমে ন্যায্য বিচার প্রার্থনা করছি।

রবিবার সকালে কসবা থানা প্রেস ক্লাবে পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেন মোঃ গোলাম হোসেন, এবং সাংবাদিরকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক ও আয়না। আপনারা নীরহ, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।আমি একজন হতভাগা আপনাদের মাধ্যমে ন্যায্য বিচার প্রার্থনা করছি।

আমি মোঃ গোলাম হোসেন পিতা: মৃত: গোলাম মোস্তফা, সাং- নিবড়া, ওয়ার্ড নং-০৪, ইউপি- মূলগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া৷  সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, একই গ্রামের মামুন মিয়া ও সুমন মিয়া পিতা: মৃত: হেলাল উদ্দীন আমার ২৮৮, ২৮৭ দাগে মোট সাড়ে বত্রিশ শতক জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মান করার জন্য পায়তারা করিয়া আসিতেছে আমি ২০১৯ সালে আদালতে দেওয়ানী মামলা করি। যাহার মামলা নং- ৫৮/১৯, পরবর্তী আরজী মোকদ্দমা নং- ৮০/২০২১ইং মোকাম ব্রাহ্মণবাড়িয়া সহকারী জজ আদালত।

উক্ত ব্যাক্তিদের আচরনে আমি প্রতিকারের জন্য নির্বাহী অফিসার কসবা বরাবরে; ১১/০৯/২২ইং, ২৩/০১/২৪ইং, ৩০/০৪/২৪ইং ও কসবা থানা অফিসার ইনচার্জ বরাবরে- ১০/১১/১৯ইংঅভিযোগ দেওয়া সত্ত্বে ও কোন প্রতিকার না পেয়ে সম্মেলন করতে বাধ্য হলাম।আমি ও আমার পরিবার ভূমিদুস্যদের দ্বারা নির্যাতিত, আমি ২ কন্যা ১ ছেলে নিয়া অতি মানবেতর ভাবে জীবন জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। উক্ত ব্যাক্তিগন যে কোন সময়, আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন সময় হুমকী দিয়ে আসিতেছে।আমি ও আমার পূর্ব পুরুষরা জায়গা ভোগ করিয়া নিজ দখলে বসবাস করিয়া আসিতেছি। আমার জায়গা সরকারী ভাবে পরিমাপ করে আমাকে বেঁচে থাকার জন্য প্রশাসন সহ মাননীয় আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। উক্ত ব্যাক্তিদের মুখোস উম্মচন করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এই বিভাগের আরোও খবর

Logo