অদম্য দ্বীপের এই ক্ষুদে ফুটবলারেরা এই মহারণ জয় করে লিখল ফুটবলের এক নতুন কাব্য গাঁথা।সাগরের জলোচ্ছাস কত ভয়ংকর তা বুঝল হাওরবাসীকে। দ্বীপের এই ক্ষুদে ফুটবলারেরা মাঠে টর্নেডো হয়ে হাওর অঞ্চলকে সাগরে ডুবিয়ে স্বপ্নের শিরোপা ঘরে তুলল। আজ জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) ক্ষুদে ফুটবলারদের বড় মঞ্চে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ইছাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ফাইনালে ২-০ গোলে পরাজিত করে স্বপ্নের শিরোপা দ্বীপবাসীর করে নিল কুতুবদিয়ার ক্ষুদে বাঘেরা।
দ্বীপের ক্ষুদে ফুটবলারদের এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক শুভ কামনা জানিয়েছেন এবং পাশে থেকে উৎসাহ প্রদান করায় পুরো জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন । উক্ত টুর্নামেন্টে সারাদেশ থেকে ২২,২২,০৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন, ৬৫,৩৫৪ টি স্কুল অংশগ্রহন করেন।
আজকের ফাইনাল ম্যাচে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অথিতি ছিলেন মো: রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ অথিতি ছিলেন আবু তাহের মো: মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।