ফরিদগঞ্জে খালের পানিতে ভাসমান অপরিনত মানব ভ্রূণ

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৩১ মার্চ , ২০২৪ ১৬:২৪ আপডেট: ৩১ মার্চ , ২০২৪ ১৬:২৪ পিএম
ফরিদগঞ্জে খালের পানিতে ভাসমান  অপরিনত মানব ভ্রূণ
খালের পানিতে ভেসে থাকা অপরিনত এক মানব ভ্রƒণ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩০ মার্চ) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে আনুমানিক ৫/৬ মাস বয়সি মানব ভ্রƒণ ভাসতে দেখে ¯’ানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ভ্রূণটিকে উদ্ধার করে ।

খালের পানিতে ভেসে থাকা অপরিনত এক মানব ভ্রƒণ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শনিবার (৩০ মার্চ) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে আনুমানিক ৫/৬ মাস বয়সি মানব ভ্রƒণ ভাসতে দেখে ¯’ানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ভ্রূণটিকে উদ্ধার করে ।

স্থানীয় লোকজন বলেন, এই এলাকায় অনেক গুলো ক্লিনিক রয়েছে। যে ক্লিনিক গুলোতে ভিবিন্ন সময় অপরিনত ডেলিবারি করা হয়। এই সকল বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আমরা মানব ভ্রƒণটি উদ্ধার করি। পরে সুরতহাল শেষে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করি।উল্লেখ্য, ভ্রূণ উদ্ধারের ঘটনা¯’লের আশেপাশে সরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি ক্লিনিক রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo