গোলজারে হাশেমী ট্রাস্ট ও গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ এর যৌথ উদ্দ্যোগে ঈমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা কাযী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (র.) ৫ম তম তিন ব্যাপি চান্দ্রবার্ষীক জশনে ওরস উপলক্ষ্যে ফ্রী খৎনা, কর্ন ছেদন, ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পের কার্যক্রমের মধ্যে আরো ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, ডেন্টাল চেক আপ ও ফ্রী ঔষধ প্রদান ।
ওরস কমিটির ব্যবস্থাপনায় উক্ত চিকিৎসা ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন নাগরিক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাফকাত উদ্দীন, গাইনি বিশেষজ্ঞ ডাঃ নিশাত এবং মোঃ শহীদুল আনোয়ার টিম লিডার হিসেবে বিশেষজ্ঞ ডায়াবেটিস ও নার্সরা চিকিৎসা সেবা প্রদান করেন।
ওরস শরীফ উপলক্ষ্যে রাত্রে দেশবরেণ্য শায়েরের পরিবেশনায় নাতে রাসুল (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।