ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ এই উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। একটু প্রত্যন্ত এলাকার অবস্থিত হলেও এম পি ও ভুক্ত হয় ২০১০ সালে।কলেজটিতে একটি শহীদ মিনার তৈরি করা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি।তবু্ও অনাড়ম্বর ভাবেই ছাত্রছাত্রীদের নির্বাচনী ও অর্ধ বার্ষিক পরীক্ষার মধ্যেই পালিত হয় একুশের র্যালি ও আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক জনাব গোলাম কবির মহাজন।বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো:জাহিদ হাসান। ভাষা দিবস উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।পুরস্কার বিতরন ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।