দাগনভূঞা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেওয়ান মোঃ ইকবাল প্রকাশিত: ৩০ ডিসেম্বর , ২০২৩ ১১:০০ আপডেট: ৩০ ডিসেম্বর , ২০২৩ ১১:০০ এএম
দাগনভূঞা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেনী দাগনভূঞার কৃষ্ণারামপুর গ্রামে রাফি উজ যিকরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাহি ফাউন্ডেশন এর উদ্যোগে ও কাশেম গোলআরা  রাকিন কল্যাণ ট্রাস্টের  সার্বিক সহযোগিতায় শনিবার ৩০শে ডিসেম্বর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন কাশিম গোলা আরা রাকিনকাল ট্রাস্টের সভাপতি ও দাগনভূঞা  বাজার ব্যবসায় কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন।

উল্লেখ্য সকাল থেকে বিকাল পর্যন্ত দাগনভূঞা  ভিআইপি ক্লিনিকের ডাক্তার পানা উল্লাহ সজির ডাক্তার জান্নাতুল ফেরদৌস চ্যামিলি এবং ভিআইপি ক্লিনিক এর স্বত্বাধিকারী জহিরুল ইসলাম মামুন। এই চিকিৎসা ক্যাম্পে পায় ২৫০ জন রুগিকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানান।

রোগীদের ফ্রিতে ডায়াবেটিক ও পেশার পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন রোগ অনুযায়ী সেবা ও ফ্রিতে ওষুধ বিতরণ করা হয় এ ক্যাম্প উপস্থিত ছিলেন কাশেম গোল আরা রাকিন কল্যাণ  ট্রাষ্ট্রের সভাপতি আবুল কায়েস রিপন এবং  রাহি ফাউন্ডেশনের   চেয়ারম্যান সাংবাদিক সাখাওয়াত  হোসেন, সাংবাদিক লিংকন সহ অত্র এলাকা মান্যগণ্য ব্যক্তিবর্গ

এই বিভাগের আরোও খবর

Logo