গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফতেহপুর চবিতে বিক্ষোভ

জাবেদ হোসাইন প্রকাশিত: ২২ মার্চ , ২০২৫ ১৪:১৬ আপডেট: ২২ মার্চ , ২০২৫ ১৪:১৬ পিএম
গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফতেহপুর চবিতে  বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসেও নির্বিচারে মানুষ হত্যা করে ইসরায়েল যে বর্বরতা দেখাচ্ছে, এর প্রতিবাদে হাটহাজারী ফতেপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসেও নির্বিচারে মানুষ হত্যা করে ইসরায়েল যে বর্বরতা দেখাচ্ছে, এর প্রতিবাদে হাটহাজারী ফতেপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফতেপুর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গাইট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন বিক্ষোভ করে। এছাড়া হাটহাজারীর বিভিন্ন এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা।  শুক্রবার (২১ মার্চ) চট্রগ্রাম বিশ্ববিদ্যাল গেটে জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়। এ সময় বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুব সেনা,ছাত্রসেনা সহ  মুসল্লিরা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিলকারীরা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন।  এছাড়াও হাটহাজারীর বিভিন্ন এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা গাজার মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।  গাজায় কথিত যুদ্ধ বিরতির মধ্যেও ইসরায়েল অতর্কিত হামলা চালিয়ে প্রতিদিনই শত শত মানুষকে হত্যা করছে। এর মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। তাদের এই বর্বরতার বিরুদ্ধে খোদ ইসরায়েলেই বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এছাড়া সারা বিশ্বেই ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে। উক্ত বিক্ষোভ সমাবেশ ছাত্র সেনা ফতেপুরের সভাপতি মুহাম্মদ রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিয়া,এ সময় বক্তব্য রাখেন মাওলানা মফিজুর রহমান,মাওলানা মোস্তফা আলম,মাওলানা নুরুল আলম, মাওলানা মুহাম্মদ জাবেদ হোসাইন,মাওলানা মোহাম্মদ ফোরকান উদ্দিন, মাওলানা মিনহাজুল আবেদীন,হাফেজ মোহাম্মদ জমির উদ্দিন,মাওলানা মোহাম্মদ আরমান শাহ,নজরুল ইসলাম,নুরুল আমিন,মোহাম্মদ সিরাজুদ্দৌলা,মোহাম্মদ লোকমান প্রমূখ।   পরিশেষে চবি ১নং গেইট হয়ে মদন হাট বাজারে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে।

এই বিভাগের আরোও খবর

Logo