গাউছুল আজম আবদুল কাদের জিলানী (র.) স্মরণে পবিত্র ফাতেহায়ে ইয়াযদাহুম উদযাপন উপলক্ষে ৩৫ তম ঐতিহাসিক বিশাল সুন্নী সমাবেশ ২৩ শে ডিসেম্বর রোজ সোমবার হাজী মোশারফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। ফটিকছড়িস্থ দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপি এ সমাবেশের কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কুরআন, খতমে গাউছিয়া আলিয়া শরীফ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতা। বাদ যোহর শেষ অধিবেশনে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ মূল্যবান তকরির পেশ করেন। গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনসারী। প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন আনজুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী। সম্মানিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ড. এ. এস. এম. বোরহান উদ্দীন, আল্লামা ফখরুদ্দীন আল কাদেরী। সভাপতি হিসেবে উপস্থিত থেকে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত হয়রতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌল্লাহ। সর্বশেষ তবারুক পরিবেশনের মাধ্যমে সমাবেশের পরিসসমাপ্তি হয়।