রাজশাহীর তানোর উপজেলায় তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)-এর সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তানোর মধ্যেপাড়া এলাকায় নিজ বাড়িতে এই হামলা চালানো হয়। জানা গেছে, পরিকল্পিতভাবে অতর্কিতভাবে এই হামলা চালায় পাঁচান্দর ইউনিয়নের যোগীশো গ্রামের শীর্ষ সন্ত্রাসী মজিবর (৪৫), তার ছেলে নাইম (২৫) তারা অটোরিকশায় করে দলবলসহ ঘটনাস্থলে এসে হামলা চালায়। এতে সাংবাদিক পারভেজ গুরুতর আহত হন। তানোর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অটোরিকশাসহ ২ জনকে আটক করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সাংবাদিক সোহানুল হক পারভেজ জাতীয় দৈনিক সকালের সময়, মানবজমিন এবং জিবি টেলিভিশন-এ রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। হামলার বিষয়ে তিনি জানান, “সকাল ৮টা ৩০ মিনিটে আমার নিজ বাড়ি তানোর মধ্যেপাড়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করা হয়। আমি প্রাণে বেঁচে গেলেও শারীরিকভাবে গুরুতর আঘাত পেয়েছি। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ
(ওসি)আফজাল হোসেন অভিযোগ গ্রহণ করে তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ওসি জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় তানোরের সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়