লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি যেন থামছেই না। কয়েকদিন পরপরই শোনা যাচ্ছে গরু চুরির খবর। কৃষকগণ রাতের পর রাত পাহারা দিয়েও স্বস্তি মিলছে না চোরের হাত থেকে। চোরদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়। লাখাইয়ের ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন রাতের অন্ধকারে ঘটছে গরু চুরির ঘটনা।
উপজেলার পূর্ব সিংহ গ্রামের আলমগীর মিয়ার গোয়াল ঘর থেকে মঙ্গলবার (৪মার্চ) দিবাগত রাত ২ ঘটিকার সময় সারে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৩ টি গরু গোয়াল ঘরে দরজা ভেঙ্গে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। পরে বিষয়টি আচ করতে পেরে ঐকৃষকসহ স্থানীয় লোকজন গরু চোরদেরকে ধাওয়া দিয়েও রক্ষা করতে পারেনি ওই গরু গুলো কে। এই ঘটনার ঠিক ৩দিন পূর্বে শনিবার (১লা মার্চ) দিবাগত রাতে সিংহ গ্রাম নামক এলাকার কৃষক জানু মিয়ার ২ টি গুরু নিয়ে যা সংঘবদ্ধ চুর চক্র। শুধু তাই নয় উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের ছুরে রহমান মিয়ার গোয়ালঘরে ২টি গাভী ও ১টি ষাঁড় গরু ছিল। এই গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রাখা ছিল। পরে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে কৃষক ছুরে রহমান দেখে একটি গরুও গোয়াল ঘরে নেই। ৩টি গরুই গরু চোর চক্র রাতে চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে কথা হলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, গরু চুরির বিষয়ে কেউ আমাদেরকে অবগত করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, টহল জোয়ার নিয়মিত রয়েছে।