জুলাই বিপ্লবী সালেক হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ মার্চ , ২০২৫ ১১:৫০ আপডেট: ৯ মার্চ , ২০২৫ ১১:৫০ এএম
জুলাই বিপ্লবী সালেক হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে মানববন্ধন

সাতকানিয়ায় জুলাই বিপ্লবী মোঃ সালেক ও আরেক ব্যক্তিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাস্টিস ফর জুলাই, নোয়াখালী। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
মানববন্ধনের সন্চালক ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, সাতকানিয়ায় মোঃ সালেক ও তার সহযোগীকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী তাদের নৃশংসতার চরম প্রকাশ ঘটিয়েছে। এছাড়াও নোয়াখালীসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নমনীয় ভূমিকা ও নীরবতাকে সমালোচনা করা হয়। বক্তারা দাবি করেন, গণহত্যা ও সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  
মানববন্ধনে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত সরকারের কাছে জরুরি ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, "সালেক হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" তিনি আরও জানান, নোয়াখালীর সাবেক এমপি একরামুল করীম চৌধুরী, মোহাম্মদ আলীর কারাগারে কীভাবে এতো সাচ্ছন্দে ঘুরা ফেরা করে।”
মানববন্ধনটি দুপুর ২টা থেকে শুরু হয়ে প্রয় ঘণ্টাখানেক ধরে চলে। এসময় বিক্ষোভকারীরা’ সব শালারা বাটপার,মজলুম হবে ঠিকাদার “ স্লোগানে মুখরিত করে তুলেন।এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এই বিভাগের আরোও খবর

Logo