জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

গোলাম রব্বানী প্রকাশিত: ৩০ নভেম্বর , ২০২৪ ২০:৩২ আপডেট: ৩০ নভেম্বর , ২০২৪ ২০:৩২ পিএম
জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত
জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে হরিপুর উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০শে নভেম্বর/২০২৪ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে।আগামীর এই বাংলাদেশের কোন বৈষম্যের ঠাঁই হবে না।বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ।স্মরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো, আরিফুজ্জামান।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো, রুবেল হোসেন, উপজেলা পশু পালন কর্মকর্তা, মো, রুবায়েত রেজা, একাডেমিক সুপারভাইজার   মো, শামসুল হক ও , উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও হরিপুর থানা অফিসার ইনচার্জ, মো, জাকারিয়া , ওসি তদন্ত মো,শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপি'র ও জামায়াত ইসলামের সদস্যরা সহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ।আহত এক ছাত্রের বাবা তার বক্তব্যে বলেন তার সন্তান চার থেকে পাঁচ শ' ছিটা গুলিবিদ্ধ হয়েছেন এবং তার সন্তানের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।অন্যদিকে স্মরণ সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo