হরিপুরে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

গোলাম রব্বানী প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:২৪ আপডেট: ১৬ সেপ্টেম্বর , ২০২৪ ১৪:২৪ পিএম
হরিপুরে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কোরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।তাঁর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হয়েছেন।

পবিত্র -ঈদ-ই- মিলাদুন্নবী(সা.) উপলক্ষে হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় পবিত্র -ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়।১৬ সেপ্টেম্বর/২৪খ্রিঃ সোমবার ১২ রবিউল আউয়াল সকাল  ১১:০০  ঘটিকায় পবিত্র-ঈদ- ই মিলাদুন্নবী(সা.)১৪৪৬ উদযাপনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কর্ম ও শিক্ষার উপর আলোচনা, মিলাদ মাহফিল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কোরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।তাঁর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হয়েছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন সোমবার (১৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল। অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়।আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার সময় মহান আল্লাহ সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদ প্রতিষ্ঠায় তাঁর প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন।

এ কারণে রাসুল (সা.)-কে সম্মান জানিয়ে রাহমাতুল্লিল আলামিন হিসেবেও সম্বোধন করেছেন মহান আল্লাহ।বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত। ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতার জন্য শৈশবেই তিনি ‘আল আমিন’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। সব নবী ও রাসুলের মধ্যে শ্রেষ্ঠ মহানবী (সা.) ৪০ বছর বয়সে নবুওয়াত পান।

এরপর ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।ধর্মপ্রাণ মুসলমানরা বেশি বেশি দরুদ পাঠ, কোরআন তিলাওয়াত, রোজা রাখা, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে আজ এই দিনটি অতিবাহিত করিতেছেন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ সাইদুর রহমান, মুয়াজ্জিন উপজেলা জামে মসজিদ। হরিপুর-ঠাকুরগাঁও।

এই বিভাগের আরোও খবর

Logo