বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৬ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৬ এএম
বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

২৭ এপ্রিল'২০২৫ রবিবার দিবাগত রাত ১০ ঘটিকার পর উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জীনেশ্বরী ঝড়ু পাড়া'য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মৃত বিশু মিয়ার পুত্র মকবুল হোসেন অরফে মাটিয়া বুড়ার ৫টি গরু, ১টি ছাগল, খড়ি ও গোয়াল ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। 

৫ লক্ষাধিক টাকার বেশী ক্ষতি হয়েছে বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগি পরিবার। রাতেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ও সদস্য আবু তাহের আইয়ুব ঘটনাস্থল পরিদর্শন করে ব্যপক ক্ষতির কথা জানান। 

মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত নিশ্চিত করেছেন বাড়ির মালিক ও ফায়ার সার্ভিস ইউনিট। দ্রুত নিয়ন্ত্রণ করায় ভয়াবহ অগ্নিকান্ড হতে রক্ষা পেয়েছে গ্রামের অন্যান্য ৩০/৩২ টি পরিবার।

সংবাদ পেয়ে সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শুকনো খাবার ও কম্বল বিতরন করেন, পরবর্তীতে অনুদান প্রদানের আশ্বাস দেন।

এই বিভাগের আরোও খবর

Logo