তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন স্কুল ক্যাম্পাস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। মঙ্গলবার গৌরীপুর পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্ন স্কুল ক্যাম্পাস ক্যাম্পেইন আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান প্রধান অতিথি থেকে দুটি বিদ্যালয়ের পরিচ্ছন্ন স্কুল ক্যাম্পাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। কর্মসূচি উদ্বোধনের পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের আঙ্গিনা ও চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে বিদ্যালয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন করেন।পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপাইভাইজার কমল কুমার রায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।