অটোরিকশা ও মিনি পিকাপ মুখোমুখি সংঘর্ষ আহত ৬, রায়পুর বাস ষ্টেশনে এ ঘটনা টি ঘটে।
১৯/০৫/২৫ইং, সোমবার দুপুর ৩ ঘটিকায় রায়পুর বাস স্টেশন এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশা ও উল্টো দিক থেকে আসা পিকাপ মুখোমুখি সংঘর্ষে ৯ বছরের শিশু সহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন ১।ফরিদা বেগম (৬০) স্বামী:জয়নাল আবেদীন।২। এড: মতিন হাওলাদার পিতা : সৈয়দ আম্মেদ,
৩। রেশমা (২৯) স্বামী জাকির,৪। মায়া (৪২) স্বামী: হারুন,৫। জিহাদ (৯) পিতা : জাকির, ও অটোচালক সুমন (৪০), পিতা: আলী হাসান, সবাই একই গ্রামের বাসীন্দা,। আহতদের লোকজন উদ্দার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে আসেন, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক, ডা: নাহিদ আক্তার মিতু প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করেন, এবং বাকি আহতদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
জানা যায়, একই গ্রমের সবাই যাত্রী হিসেবে রায়পুর থেকে বাড়ি যাওয়ার পথে দূঘটনাটি ঘটে।