জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের দিনে লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

পারভেজ মিয়া প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২০:৩৮ আপডেট: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২০:৩৮ পিএম
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের দিনে লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণের দিনে লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে "শহীদ বুদ্ধিজীবী দিবস" ঘোষণা করেন।সারাদেশের ন্যায় লাখাইয়ে ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) সকালে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি চারণে আলোচনা সভা করেন তারা।লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ও গীতা পাঠ দিয়ে আলোচোনা সভাটি শুরু হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাইফুল আজম,লাখাই থানা (ওসি) বন্দে আলী মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাব হোসেন,পজিব কে এম সাহেদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রনয় কান্তি মালদার, বীর মুক্তিযোদ্ধা কেশব ছন্দ রায়, মুক্তিযোদ্ধা নুর ইসলাম, লাখাই প্রেসক্লাবের  সভাপতি মোঃ আলী নেওয়াজ,লাখাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ,লাখাই প্রেস ক্লাবের সহ-সভাপতি আশীষ দাস গুপ্ত,লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেস ক্লাবের সাংগঠনিক বিল্লাল আহমেদ,সাংবাদিক সুমন আহমেদ বিজয়, সাংবাদিক পারভেজ হাসান, সাংবাদিক কামরুল হাসান সুজনসহ অনেকেই।আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোয় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা বলেন স্বাধীনতাবিরোধীরা এ পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।

এই বিভাগের আরোও খবর

Logo