অভয়নগরের মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আ ন ম আব্দুল হক শিকদার চলে গেলেন না ফেরার দেশে।যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে চেঙ্গুটিয়া বাজারের সন্নিকটে যশোর - খুলনা মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহি মহাকাল মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার আ ন ম আব্দুল হক শিকদার(৫৭) ২২ শে ফেব্রুয়ারী শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮:৩০ টায় ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ক্বারী মোঃ ফজলুর রহমানের মেজ ছেলে।পারিবারিক সুত্রে জানা যায়,সকালে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে যান এবং আনুমানিক সকাল সাড়ে আটটায় তাকে ডাকলে তিনি আর সাড়া দেননি। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও গ্যাষ্ট্রিকজনিত রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী,এক পুত্র ও তিন কন্যা সহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য তিনি ছিলেন পায়রাহাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আব্দুল আজিজের মেজ ভাই।বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহাকাল বিসিসি মহিলা মাদ্রাসা শিক্ষক কর্মচারীবৃন্দ, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক কর্মচারীবৃন্দ, চাপাতলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক কর্মচারী, চেঙ্গুটিয়া বাজার কমিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ প্রমূখ।