ঠাকুরগাঁও -৩ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। কারণ এখানে জাতীয় পর্যায়ের রাজনীতির কোনো প্রভাব পরে না।
ঠাকুরগাঁও -৩ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। কারণ এখানে জাতীয় পর্যায়ের রাজনীতির কোনো প্রভাব পরে না।
পীরগঞ্জে মানুষ সাধারণত প্রার্থীর 'গ্রহনযোগ্যতা'কে বিবেচনা করে ভোট দেন।জিজ্ঞেস করলে বিশিষ্ট ব্যাবসায়ী মো.সোরওয়ার্দী আলম স্বপন বলেন, "বর্তমান পরিস্থিতিতে যেহেতু রাজনীতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছে সেহেতু নতুন প্রজন্ম,পুরাতন প্রজন্মের কাছে সুন্দর পরামর্শ,দিকনির্দেশনা আশা করে। এবং যাঁরা রাজনৈতিক ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থান উপহার দিতে পারবে,আমরা তাঁদেরকেই গ্রহণ করব।"
এখন আওয়ামী সরকার নেই। তাই বিএনপিসহ অন্যান্য দলগুলোর জন্যে রাজনীতির ফাঁকা ময়দান পড়ে আছে।
Crony Capitalism, অর্থাৎ নির্বাচিত সরকারের ছত্রছায়ায় থেকে ব্যাবসায়িক স্বার্থোদ্বার যে গোষ্ঠী করে থাকে তারা সরকারের থিংক ট্যাঙ্ক।
ফিরে আসি মূল প্রসঙ্গে, মাঠপর্যায়ে গিয়ে আমজনতার সাথে কথা বলে, তাদের অভিমত নিয়ে এটা জানা গেল যে তারা
সবক্ষেত্রে 'স্বচ্ছতা'য় বিশ্বাসী। সাধারণ মানুষ দলীয় লেজুড়বৃত্তিকে ঘৃণা করে। দলীয় পদ হাসিলের জন্য নেতার পদলেহন করতে হয় সেটি জনগণ দ্বিতীয়বার দেখতে যাননা। পীরগঞ্জের বালুবাড়ি বাজারে বয়োজ্যেষ্ঠ ধীরেন্দ্রনাথ বলেন,' ছাত্র জনতার গণঅভ্যুত্থান দেশকে নতুন দিকে পরিচালিত করছে,এটা ভালো কথা তবে চিন্তার রেখা দেখা যায় তখনই যখন মেরুদন্ডহীন রাজনীতি ধর্মকে আকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। চলমান পরিস্থিতিতে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে পীরগঞ্জ বণিক সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক নওশের আলী বলেন,"যাঁদের দ্বারা জনগনের অধিকার,নিরাপত্তা নিশ্চিত হবে, দুর্নীতি বন্ধ হবে,আমলাতান্ত্রিক জটিলতা তথা রেড ট্যাপিজম দূর হবে তাঁদেরকেই আমরা স্বাগত জানাব।"
জনমনে পীরগঞ্জের রাজনীতি।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈচিত্রময় রাজনৈতিক প্রাঙ্গনে এমন কিছু ইউনিয়ন রয়েছে যেগুলো বিচ্ছিন্নতাবাদের দিকে ধাবিত হতে চায়। এই সুড়সুড়ি ভিন্ন জেলার ভিন্ন উপজেলা তাদের দিয়ে থাকে।
সেই সমস্ত ইউনিয়ন, পীরগঞ্জের সাথে -থাকতে হয় তাই থাকছি- অনিচ্ছায় জড়িয়ে আছে। নাজুক ওই রাজনৈতিক ইউনিয়নগুলোকে প্রতিটি নির্বাচনের সময় 'কাশ্মীর' এর মত গুরুত্ব দেওয়া হয়।
পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এবং পৌরশহর সংলগ্ন কিছু ইউনিয়ন - যে এলাকাগুলোতে ভোটের প্রেডিকশন হয়না- POK( Pirganj Occupied Kashmir)-র মত হওয়ার ভোটের ফলাফল নিয়ে নিশ্চিত হতে তাদের দিকে চেয়ে থাকতে হয়।
একারণেই ঠাকুরগাঁও -৩ আসনের পলিটিক্যাল ফিল্ডে ম্যান অব দ্যা ইলেকশন হতে গেলে ক্যান্সার কোষ রূপী পিওকে কে সরিয়ে ফেলা উচিত বলে বয়োজ্যেষ্ঠ রাজনীতিকরা মনে করেন।এ বিষয়ে চিকিৎসক নজরুল ইসলাম বলেন,"ইসলামী অনুশাসন বজায় থাকবে এমন একটি রাজনৈতিক কাঠামো ভবিষ্যতে দেখতে চাই।"