সাভারে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রফিকুল ইসলাম জিল্লু প্রকাশিত: ২৩ অক্টোবর , ২০২৩ ১৩:৪৭ আপডেট: ২৩ অক্টোবর , ২০২৩ ১৩:৪৭ পিএম
সাভারে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সাভারে ১২ কোটির টাকার সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় পাকা ও টিন সেড স্থাপনা ভেঙে দেওয়া হয়। রোববার (২২ অক্টোবর) বেলা ৩ টার দিকে সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসের সামনে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে সাভার উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।

সাভারে ১২ কোটির টাকার সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উদ্ধার করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় পাকা ও টিন সেড স্থাপনা ভেঙে দেওয়া হয়। রোববার (২২ অক্টোবর) বেলা ৩ টার দিকে সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসের সামনে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে সাভার উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।

দীর্ঘ দিন থেকে সাভারের রাজফুলবাড়িয়ার পান পাড়া এলাকার ১৮৩, ১৮৪ ও ১৮৫ নম্বর দাগের ৮৫ শতাংশ জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ভোগ দখল করে আসচ্ছিলো প্রভাবশালী কিছু লোক। সেই জমি উদ্ধারে  এ অভিযান পরিচালনা করা হয়। এই ৮৫ শতাংশ জমির আনুমানিক মূল্য ১২ কোটি টাকার চেয়ে একটু বেশি। পরবর্তীতে খাস জমি উদ্ধারে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এসে এম রাসেল নূর।

এসময় ভেকু দিয়ে প্রায় ২০টি পাকা ও টিন সেড স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে সাভার উপজেলার ভূমি কর্মকর্তা কানুনগো জিয়াউদ্দিন মাহমুদ, ফুলবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo