নোয়াখালী চাটখিলে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ হানিফ প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৫ ১২:৫৮ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৫ ১২:৫৮ পিএম
নোয়াখালী চাটখিলে বাংলা নববর্ষ উদযাপন
নোয়াখালী জেলার চাটখিলে আনন্দ মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে

নোয়াখালী জেলার চাটখিলে আনন্দ মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু করে পৌর শহর প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হয়। পরে লোকজ মেলা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে, সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, থানা ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন সহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিএনপি নেতা এ্যাডভোকেট আবু হানিফ, শাহজাহান রানা, দেওয়ান শামছুল আরেফিন শামিম, আহসানুল হক মাসুদ, জেএসডি নেতা প্রফেসর দীন মোহাম্মদ, ফিরোজ আলম সহ সাংবাদিক প্রভাষক জসিম মাহমুদ, আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo