জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে এবং তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী নিয়োগে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে, যা অনৈতিক ও মেধাবিরোধী।
তাদের তিন দফা দাবিগুলো হলো—
১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক করা,
২. উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য সমান সুযোগ রাখা,
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারে—এমন আইন পাস ও গেজেট প্রকাশ করা।
সমাবেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, “২০১৩ সালের আগে সহকারী ও উপ-সহকারী উভয় পদেই বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারতেন। কিন্তু বর্তমানে উপ-সহকারী পদে ১০০% কোটা ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ। এমনকি সহকারী প্রকৌশলী পদে মাত্র ৩৩% কোটার কথা থাকলেও বাস্তবে তা আরও বেশি হারে দখল করে নিচ্ছেন ডিপ্লোমাধারীরা। আমরা এই বৈষম্যের অবসান চাই।”
আরেক শিক্ষার্থী বলেন, “সম্প্রতি ডাক্তারি ডিপ্লোমাধারীরা ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দাবি তুলেছিলেন, যা আদালত বাতিল করেছে। তেমনি, আমরা চাই ‘ইঞ্জিনিয়ার’ পদবিটিও শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকুক।”
তৃতীয় এক শিক্ষার্থী বলেন, “বর্তমানে ডিপ্লোমাধারীরা বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করছে। আমরা এই অযৌক্তিক আন্দোলনের প্রতিবাদ জানাচ্ছি। দেশের প্রকৌশল খাতের সুনাম ও অগ্রগতির জন্য আমরা একটি বাস্তবভিত্তিক, মেধাভিত্তিক সমাধান চাই।”