চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফলাফলে অনিয়মের প্রতিবাদে বাংলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুন , ২০২৫ ১৭:০২ আপডেট: ২৯ জুন , ২০২৫ ১৭:০২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফলাফলে অনিয়মের প্রতিবাদে বাংলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা মাস্টার্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল বাতিল এবং পুনর্মূল্যায়নের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, মাস্টার্স পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম, অসঙ্গতি ও ভুলত্রুটি দেখা গেছে। অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। ফলে তাদের একাডেমিক ও পেশাগত ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।
শিক্ষার্থীরা বলেন, “আমরা কোনো অবৈধ সুবিধা চাই না, চাই কেবল ন্যায্য মূল্যায়ন। এই ফলাফল প্রত্যাহার করে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিলে প্রকৃত মূল্যায়ন নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা ন্যায্য ফলাফল পাবে।”
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে কোনো ধরনের খামখেয়ালিপনা বা অবহেলা কাম্য নয়। প্রশাসনের উচিত দ্রুত ফলাফল পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া।
মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও কিছু সচেতন শিক্ষানুরাগীরাও সংহতি প্রকাশ করেন। ব্যানারে লেখা ছিল—
“মাস্টার্স ১ম বর্ষ অধিভুক্ত কলেজের ফলাফল বাতিল এবং বিষয়-কলেজ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন।”
উল্লেখ্য, শিক্ষার্থীরা মানববন্ধনের শেষে একটি স্মারকলিপি প্রশাসনের নিকট প্রদান করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এই বিভাগের আরোও খবর

Logo