ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি গঠন নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় নতুন কমিটির সভাপতি মাহাবুর রহমানের বিরুদ্ধে নৈতিক চরিত্র খারাপ বলে অভিযোগ করেন এলাকাবাসী।বুধবার (১৪ মে) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠন ও বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মাহাবুর রহমানকে সভাপতি করায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, সম্প্রতি উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়। কিন্তু জেলা প্রশাসক বরাবর পাঠানো তালিকায় উপজেলা নির্বাহী অফিসারকে প্রথমে রেখে তিনজনের একটি তালিকা পাঠানো হয়। কিন্তু তালিকার ২য় নম্বরে থাকা ব্যক্তি মাহাবুর রহমানকে সভাপতি করা হয়। তিনি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ তারিখের পর বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে তিনি এই সভাপতি হয়েছেন। কয়েকজন ব্যক্তি প্রধান শিক্ষককে জিম্মি করে মাহাবুর রহমানকে সভাপতি করানোর জন্য চাপ প্রয়োগ করে।
সিদ্দিক মণ্ডল নামে একজন জানান, বিদ্যালয়ের নতুন সভাপতি মাহাবুর রহমানের নৈতিক চরিত্র ভালো না। সে এই বিদ্যালয়ের সভাপতি হলে অনেক মেয়ে পড়াশোনা করতে পারবে না। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কীভাবে সে বিদ্যালয়ের সভাপতি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, কমিটি গঠনের জন্য এলাকার প্রায় ৬০/৭০ জন ব্যক্তি একটি কাগজে স্বাক্ষর করে ইউএনওকে সভাপতি করতে বলে যায়। কিন্তু এলাকার মোস্তাফিজুর রহমান, ছবদুল, রাজ্জাক, খলিল, মিলন এরা কয়েকজন মাহাবুর রহমানকে সভাপতি করতে আমাকে জিম্মি করে কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। আমি সেই কাগজই ইউএনও অফিসে জমা দিই। এরপর মে মাসের ৫ তারিখে মাহাবুর রহমানকে সভাপতি মনোনীত করে বোর্ড থেকে একটি চিঠি দেয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছেন। প্রধান শিক্ষককে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বলেছেন।