বিয়ানীবাজারে বিদেশি মদসহ ২জন ও ওয়ারেন্টভুক্ত ১জন গ্রেফতার

সহিদুর রহমান প্রকাশিত: ৬ মার্চ , ২০২৪ ১৭:৩০ আপডেট: ৬ মার্চ , ২০২৪ ১৭:৩০ পিএম
বিয়ানীবাজারে বিদেশি মদসহ ২জন ও ওয়ারেন্টভুক্ত ১জন গ্রেফতার
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়  ৫মার্চ২০২৩খ্রিঃ মঙ্গলবার রাত ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) শাহ মোঃ হিমেল, এএসআই পাবেল মাহমুদসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ খাড়াভরা সাকিনের সপ্তগ্রাম স্কুলের সামনে জিরোপয়েন্ট টু জকিগঞ্জ গামী পাকা রাস্তায়  অভিযান পরিচালনা করে ৭২ (বাহাত্তর) বোতল(প্রতিটি ৩৭৫ মিঃলিঃ) বিদেশি অফিসার চয়েজ মদসহ দুইজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলে ১।ফয়সল আহমদ (৪৬) পিতা-মৃত তজম্মুল আলী-সাং-চরিয়া,থানা-বিয়ানীবাজার, জেলা- সিলেট ২। সাদিক আহমদ(৪০) পিতা-মৃত এমরান হোসেন সাং-সুজাউল থানা-বড়লেখা,জেলা-মৌলভীবাজার এপি- বলাকা মার্কেট(রিগ্যাল টাওয়ার), বিয়ানীবাজার পৌরসভা,সিলেট।

এছাড়া বিয়ানীবাজার  থানা পুলিশের অন্য একটি অভিযানে সিআর ২৬৮/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী আফজল হোসেন পিতা-লুৎফুর রহমান  ফজলুল হক সাং-ঢেউনগর,থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরোও খবর

Logo