বিয়ের গায়ে হলুদে প্রবেশে বাঁধা দেওয়ায় বিএনপি নেতার পিকআপ ভ্যান গাড়িতে আগুন

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৩ ডিসেম্বর , ২০২৪ ১৬:৩৬ আপডেট: ৩ ডিসেম্বর , ২০২৪ ১৬:৩৬ পিএম
বিয়ের গায়ে হলুদে প্রবেশে বাঁধা দেওয়ায় বিএনপি নেতার পিকআপ ভ্যান গাড়িতে আগুন
বিয়ের গায়ে হলুদে প্রবেশে বাঁধা দেওয়ায় বিএনপি নেতার পিকআপ ভ্যান গাড়িতে আগুন

ফরিদগঞ্জে বিএনপি নেতার পিকআপ ভ্যান গাড়িতে আগুন দিয়েছে একটি চক্র। গত ২৮ নভেম্বর রাতে পূর্বের শত্রুতা যের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবারটি। উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নে শ্রীকালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।ঘটনার সূত্রে জানাযায়, ওয়ার্ড বিএনপির সভাপতি আমির সর্দার ছেলে রুবেল হোসেনের বিয়ের গায়ে হলুদে একদল সন্ত্রাসী এসে হামলা করে। এই সময় তারা বিয়ে বাড়ির গেটসহ বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে। এতে তারা বাঁধা দিলে স্থানীয় লোকজন সমাধান করবে বলে আশ্বাস দেন। সেই শত্রুতার জের ধরে। গত ২৮ নভেম্বর রাতে বাড়ির সামনে থাকা পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেয় তারা। এতে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। নিরুপায় হয়ে ফরিদগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা হলেন, স্বপন হোসেন, বাবু, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ খোকন, মোহাম্মদ রাছেল, মোহাম্মদ হান্নান সহ ৭/১০ জন বিবাদী করে অভিযোগটি করেন।স্থানীয় লোকজন বলেন, আমির সর্দারের ছেলে বিয়ের গায়ে হলুদে স্বপন, বাবু, রাছেল সহ কয়েকজন এসে হামলা চালায় এই সময় তারা বাড়ির গেট ভেঙ্গটদেয়। দুই দিন পরে  আবার এসে কাউকে না পেয়ে বাড়ির সামনে থাকা গাড়িটিতে আগুন দিয়ে দেয়।অভিযোগ কারি আমির সর্দারে স্ত্রী মাকছুদা বলেন, আমার ছেলে গায়ে হলুদের তারা এসে মেয়েদের সাথে বাজে কথা বলে তাই তাদের কে আমরা বের করে দেই। তারা বের হয়ে আমাদের বাড়ির বিয়ের গেট ভেঙ্গে দেয়। দুই দিন পরে এসে আমাদের বাড়ির সামনে থাকা পিক-আপে গাড়িটি আগুন ধরিয়ে দেয়। আমারদের প্রায় ১৪ লক্ষটাকার গাড়ি ও ঘরে থাকা জিনিস পত্র নিয়ে যায়।  আমরা এর বিচার চাই।ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আমজাদ বলেন, গাড়ি পুড়ার অভিযোগ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে গিয়ে জানলাম যে বিয়ে বাড়িতে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। বিষয়টি এখন  তদন্ত চলমান অবস্থা রয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo