গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা মাদক কারবারি আটক

শামীম খান প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৮ আপডেট: ৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৮ পিএম
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজা মাদক কারবারি  আটক
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চার কেজি গাঁজা সহ আবিদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চার কেজি গাঁজা সহ আবিদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ময়মনসিংহ নগরীর পাটগুদাম মোড় এলাকার আব্দুস সোবহানের ছেলে। জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম হাসানের নেতৃত্বে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনি।  অভিযানে মোটরসাইকেল আরোহী আবিদকে চার কেজি গাঁজা সহ আটক করে। পরে রাতেই তাকে গাঁজা সহ গৌরীপুর থানায় হস্তান্তর করে যৌথবাহিনি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, আটককৃত মাদক কারবারির  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo