গাইবান্ধা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং বানার আপ হয় ব্যবস্থাপনা বিভাগ।রবিবার (২৪ নভেম্বর) গাইবান্ধা সরকারি কলেজ আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ অংশগ্রহণ করেন। উক্ত ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ২-০ গোলে জয়লাভ করেন।টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় দলের হয়ে ট্রফি গ্রহণ করেন বিভাগীয় প্রধান ও দলীয় অধিনায়কগণ।উল্লেখ্য যে, টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেন। গত ৫ই নভেম্বর পাঁচ পর্বের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়জ্জেম আহমদ, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান, উপাধ্যক্ষ আব্দুর রশিদ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সেক্রেটারি ফেরদৌস সরকার রুম্মান।