দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের পাশে কবরস্থানের কাছে পাশে পাওয়া অজ্ঞাত্নামা লাশের পরিচয় উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ। জানা যায় মৃতের বাড়ি পাশ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাডা ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মো: দলিল উদ্দিনের ছেলে মো: মিলন হোসেন (৩০)। সে পেশায় একজন কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার চালক। শুক্রবার (২১ মার্চ ২০২৫ইং)সকালে কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের পাশে কবরস্থান সংলগ্ন মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। লাশ সনাক্ত করতে না পেরে স্থানীয়রা কাহারোল থানায় খবর দিলে থানা পুলিশ সি আই ডি ও পি বি আই পুলিশের সহায়তা মোবাইল প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় উদঘাটন করে এবং লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।