ভোলা জেলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুস্তম আলীগো বাড়ির বাসিন্দা, মৃত নুরুল ইসলামের ছেলে আবদুর রব নিজ পালিত মহিষের আক্রমণে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আবদুর রব প্রতিদিনের মতো তার মহিষের দেখভাল করছিলেন। হঠাৎ কোনো কারণে মহিষটি ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায়। প্রচণ্ড আঘাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ। তার অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।