চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরি একটি কাটা রাইফেল ও গুলিসহ মুহাম্মদ সোহেল (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ
চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরি একটি কাটা রাইফেল ও গুলিসহ মুহাম্মদ সোহেল (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় আসামীর কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল, ৭ রাউন্ড কার্তুজ, একটি ছোরা ও একটি বল্লম উদ্ধার করা হয়েছে।
২২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর বাহাদ্দারকাটা পুচ্ছলিয়া পাড়া গ্রামের ফোরকান আহমদের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কে চৌকি বসিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে সোহেল গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, “গ্রেপ্তার সোহেল দুটি ডাকাতি মামলার আসামি এবং ওই মামলাগুলোতে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশ্যেই সে লোহাগাড়ায় প্রবেশ করছিলেন।”
মঙ্গলবার সকালে সোহেলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আরিফুর রহমান।