ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়। বুধবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়। বুধবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ১২ ভিক্ষুকদের মাঝে উপকরণ হিসেবে অটো চার্জার ভ্যানগাড়ি ও দোকান বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, নারগুন ইউপি চেয়ারম্যান মোঃ সেরেকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় সদর উপজেলার ১২ জন ভিক্ষুকের মাঝে উপকরণ হিসেবে বিনামূল্যে অটো চার্জার ভ্যান গাড়ি ও দোকান বিতরণ করা হয়। অটো চার্জার ভ্যান গাড়িপ্রাপ্ত ৯ জন সুবিধাভোগীরা হলেন, মোছাঃ খুরশেদ বেগম, মোছাঃ সুফিয়া খাতুন, সারদা বেওয়া, মোঃ নফিল উদ্দিন, সমিলা রানী, জতিন্দ্র নাথ রায়, মোঃ দবির, ফাতেমা, সুরেশ চন্দ্র বর্মন। দোকানপ্রাপ্ত ৩ জন হলেন মোঃ হারুন অর রশীদ, নুর নেহার ও মোছাঃ মহচনা বেগম।