ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সেলিম রেজার ইন্তেকাল

মোঃ শফিকুল ইসলাম দুলাল প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:০৫ আপডেট: ২৭ ফেব্রুয়ারী , ২০২৪ ১১:০৫ এএম
ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সেলিম রেজার ইন্তেকাল
ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট শিল্পপতি ও শাহী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃসেলিম রেজা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। সোমবার ঠাকুরগাঁও থেকে কোচযোগে ঢাকা যাওয়ার পথে চান্দুরা নামক স্থানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট শিল্পপতি ও শাহী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃসেলিম রেজা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। সোমবার ঠাকুরগাঁও থেকে কোচযোগে ঢাকা যাওয়ার পথে চান্দুরা নামক স্থানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

সোমবার বাদ মাগরিব সরকারি বালক উচ্চ বিদ্যালয় (জিলা স্কুল) মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে শহরের সত্যপীর ব্রীজ সংলগ্ন মাজার গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ে শোকের ছায়া নেমে আসে। মরহুম আলহাজ্ব মোঃসেলিম রেজা শাহী হিমাগার লিঃ ও আল আমিন গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ)’র কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক তথা সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, তিনি চিকিৎসার উদ্দেশ্যে কোচযোগে ঢাকা যাচ্ছিলেন। কোচটি চান্দুরা অতিক্রম করাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত  চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। সোমবার দুপুর ১২টায় মরদেহ হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রাওয়ানা হয়। পরে হেলিকপ্টারটি দুপুর ১.২০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে পৌছায়। এ সময় বড় মাঠ ও আশ পাশে হাজারও মানুষের ঢল নামে। তার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

এই বিভাগের আরোও খবর

Logo