লংগদুতে মহিলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

তাজ মাহমুদ প্রকাশিত: ২৫ জানুয়ারী , ২০২৫ ২২:৪৩ আপডেট: ২৫ জানুয়ারী , ২০২৫ ২২:৪৩ পিএম
লংগদুতে মহিলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে মহিলা দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে মহিলা দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারী, ২০২৫ ইং জুমাবার সকাল ৯ঃ০০ টায় স্থানীয় এক মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী রাবেয়া আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি ফাতেমা আক্তার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাঙ্গামটি জেলা  শুরা ও কর্মপরিষদ সদস্য শাহানারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুরা সদস্য রহিমা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহানারা বেগম বলেন, সঠিক পরিকল্পনাই কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তবসম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌছে দিতে হবে। পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্খার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমুল পর্যায়ে নিবিড় তত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নিজেদের সকল মেধা ও শ্রমের বিনিময়ে এলাকার প্রত্যকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের দাওয়াত পৌছে দিতে একযোগে কাজ করতে হবে।

এই বিভাগের আরোও খবর

Logo