কুড়িগ্রাম ধরলা নদীর ভাঙ্গনে বিলীন প্রায় দু-শতাধিক বাড়ীঘর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ আগস্ট , ২০২৫ ১৭:১২ আপডেট: ১৩ আগস্ট , ২০২৫ ১৭:১২ পিএম
কুড়িগ্রাম ধরলা নদীর ভাঙ্গনে বিলীন প্রায় দু-শতাধিক বাড়ীঘর

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে ধরলা নদী।গত কয়েকদিন ধরে এই ইউনিয়নের চর নওয়াবশ ও চর কদমতলা গ্রামের প্রায় দু-শতাধিক বাড়ীঘর ও আবাদি জমি নদীর  ভাঙ্গনে বিলীন প্রায়। তবে গত বছরের চেয়ে চলতি বছরে নদীর ভাঙ্গন কিছুটা কম।গত বছর নদী খননের কাজ করায় এ বছর ধরলা নদীর ভাঙ্গন তুলনামুলক কম। সেখানকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন (৫৬) বলেন,আমি এই চর নওয়াবশ গ্রামে প্রায় ৪০ বছর যাবৎ স্হায়ী ভাবে বসবাস করে আসছি। এই দির্ঘ সময়ে আমার বসতবাড়ি ধরলা নদী ভেঙ্গেছে ছয়বার, তবুও আমি এই ধরলা নদীর তীরে বসবাস করছি। কেননা আমার বাপ দাদার পৈতিক সম্পত্তি অল্প কিছু নদীর তীরে আছে এ ছাড়া অন্য কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই আমার,তাই শত কষ্টের মাঝেও এই ধরলা নদীর তীরে বসবাস করছি।চর কদমতলা গ্রামের আর এক বাসিন্দা মোঃ আব্দুল মতিন (৪২) বলেন, আমাদের গ্রামটি ধরলা সেতুর   দক্ষিণ-পূর্ব দিকে হওয়ায় ধরলার খরা শ্রত আমাদের গ্রামে সরাসরি আঘাত হানে ফলে অন্যান্য এলাকার চেয়ে আমাদের গ্রামটি বেশি ভাঙ্গনের স্বীকার হয়। তবে চলতি বছরে সরকারি ভাবে নদী খননের কাজ অব্যাহত রাখলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের বন্যা মৌসুমে নদীর ভাঙ্গন অনেকটা কমে যাবে বলে আমি মনে করি।

এই বিভাগের আরোও খবর

Logo