চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃ তারিফ মিয়া (২৩) গত সাত (৭) দিন যাবত নিখোঁজ বলে জানা গেছে পারিবারিক সূত্রে ।
বুধবার (১৩ আগস্ট) বেলা দেড়টায় তারিকের মা, দাদি ও অন্যান্যদের কথা হলে এমন তথ্য নিশ্চিত করেন তারা ।
জানা গেছে, চট্টগ্রামে বসবাসকারী কেন্দুয়ার বহুলী গ্রামের ঠিকাদার আবু শাহিন (৫৫) মিয়ার কাছে গত ৩ বছর যাবত রাজমিস্ত্রীর কাজ করতেন নিখোঁজ তারিফ মিয়া । গত ৭ আগস্ট সকাল আনুমানিক ৭টায় পতেঙ্গার খালপাড় এলাকা থেকে কেন্দুয়ার উদেশ্যে রওনা দেন তারিক । এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন ।তারিকের মা আনার কলি (৪০) বলেন, আবু শাহিন সম্পর্কে তারিকের চাচা হয় । তারিক গত ৭ আগস্ট খালপাড় এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও এখনো পর্যন্ত বাড়ি আসে নি । তার কাছে মোবাইল না থাকায় যোগাযোগও করতে পারছি । আমরা এখন কী করবো বুঝতে পারছি না । কেউ তার সন্ধান পেলে ০১৯৪৩৫০৫৫৫৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি ।
আবু শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তারিক আমার কাছেই থাকতো । বাড়ি যাওয়ার কথা বলে আমার কাছ থেকে সকাল ৭টায় বিদায় নেয় । পরে তার পরিবারের লোকজনের সাথে কথা হলে জানতে পারি সে বাড়ি যায় নি । তিনি আরো বলেন, বিকালে জানতে পাই তারিক বায়জিদ নামে তার এক বন্ধুর বাসায় গিয়েছিলো । এরপর আর বলতে পারি না । অনেক খোঁজাখুঁজি করেছি । অন্য এক প্রশ্নের জবাবে থানায় এখনো পর্যন্ত কোন ডায়েরি করে নি ।
বায়জিদের মোবাইল নাম্বারে (০১৯৪৫৮৫৯২২৫) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তারিফ মিয়া যেখান থেকে নিখোঁজ হয়েছেন, প্রথমে ঐ থানায় একটি জিডি করতে হবে । তারপর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি ।