গলাচিপা- প্রেসক্লাবের দ্বি -বার্ষিক কমিটির গঠন। মুঃখালিদ হোসেন -মিল্টন সভাপতি ও সোহাগ রহমান সাধারণ সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:৩৪ আপডেট: ২০ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:৩৪ পিএম
গলাচিপা- প্রেসক্লাবের দ্বি -বার্ষিক  কমিটির গঠন। মুঃখালিদ হোসেন -মিল্টন  সভাপতি ও সোহাগ রহমান সাধারণ সম্পাদক।
গলাচিপা উপজেলার ১৯৮৪ প্রতিষ্ঠিত - প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গলাচিপা উপজেলার ১৯৮৪ প্রতিষ্ঠিত - প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  কমিটি ঘোষণা করা হয়েছে। 
গতকাল -২০- শে ফেব্রুয়ারি- ক্লাবের সকল -গণমাধ্যম কর্মীদের উপস্থিতি এবং সকলের - সর্ব সম্মতিক্রমে- মুঃ খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট  পুনরায় সভাপতি এবং সোহাগ রহমান কে সাধারণ সম্পাদক করে মোট (৪১) এক চল্লিশ সদস্য কমিটি এবং (৫) সদস্য উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা হলেন, 
১/ ড. আবদুল লতিফ মাসুম, অধ্যাপক, সরকার রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাবেক  ভিসি ( পবিপ্রবি)
২/ আব্দুস সাত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি গলাচিপা। 
৩/ মুঃ শাহআলম, অধ্যাপক ( অব:) গলাচিপা সরকারি কলেজ। 
৪/ মোঃ ফোরকান কবির, অধ্যক্ষ, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ। 
৫/ মোঃ হাফিজু্র রহমান, সভাপতি গনঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা। 
উক্ত কমিটিতে অন্যান্য পদের দায়িত্ব পেয়েছেন, সহ- সভাপতি মোঃ এনছার আলী মৃধা, ( দৈনিক সংবাদ বাংলাদেশ) 
যুগ্ম সাধারণ সম্পাদক,  সোহেল আরমান, ( আনন্দ টিভি)  মোঃ হাফিজ সাংগঠনিক সম্পাদক, ( দৈনিক ভোরের পাতা)  
মিঠুন চন্দ্র পাল সহ -সংগঠনিক সম্পাদক, ( দৈনিক গণকন্ঠ) মোঃ রেদওয়ান করিম তালাল প্রচার ও প্রকাশনা সম্পাদক, ( দৈনিক দক্ষিণ অঞ্চল ) 
আল- মামুন কোষাধাক্ষ  (দৈনিক মানবকন্ঠ) 
শিশির হাওলাদার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ( দৈনিক জনবানী ) 
জিল্লুর রহমান জুয়েল  সমাজ কল্যাণ সম্পাদক ( দৈনিক গনকন্ঠ, স্টাফ  রিপোর্টার)  
মোহাম্মদ মিজানুর রহমান দপ্তর সম্পাদক ( দৈনিক সংবাদ সকাল ) 
জহিরুল ইসলাম চয়ন সহ- দপ্তর সম্পাদক ( দৈনিক বাংলাদেশের খবর) 
মোঃ মাইদুল হক মিকু তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ( দৈনিক সরেজমিন) 
এছাড়াও সদস্য হিসেবে আছেন মোঃ হুমায়ুন কবির ( দৈনিক  স্বদেশ বিচিত্রা)  মোঃ সেরাজুল ইসলাম ( দৈনিক ভোরের ডাক) 
এ্যাড. ইসতিয়াক আহমেদ ধ্রুব ( দৈনিক ভোরের আকাশ) 
নতুন এ কমিটি ২০২৫ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ৩০ শে মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবে। 
উল্লেখ্য যে, প্রেসক্লাব নতুন কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল গণমাধ্যম কর্মীদের কে বিভিন্ন  সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ও স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা - শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

এই বিভাগের আরোও খবর

Logo