চান্দিনায় গাঁজাসহ ১ যুবককে আটক করে পুলিশে দিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীরা

সোহেল রানা প্রকাশিত: ১৪ আগস্ট , ২০২৪ ১৬:২৫ আপডেট: ১৪ আগস্ট , ২০২৪ ১৬:২৫ পিএম
চান্দিনায় গাঁজাসহ ১ যুবককে আটক করে পুলিশে দিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীরা
মঙ্গলবার ( ১৩ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে চান্দিনা থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে শিক্ষার্থীরা।আটক ইব্রাহীম হলো সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার ছাতর গ্ৰামের বাসিন্দা।

কুমিল্লার চান্দিনায় ছয় কেজি গাঁজাসহ ইব্রাহীম (১৯) নামের এক যুবকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা। 

মঙ্গলবার ( ১৩ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে চান্দিনা থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে শিক্ষার্থীরা।আটক ইব্রাহীম হলো সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার ছাতর গ্ৰামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছে মাধাইয়া বাস স্ট্যান্ডে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী মো. বিল্লাল হোসেন। তিনি বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার অংশে মাধাইয়া বাস স্ট্যান্ড এলাকায় তিনি সহ প্রায় ২০ জন শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল।

এসময় একটি বাস তল্লাশি করলে কস্ট্যাপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকে ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা পায় তার কাছে। পরে গাঁজাসহ ওই যুবকে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করা হয়।উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে দেশের বর্তমান পরিস্থিতিতে সড়ক- মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ব্যবস্থা না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকরে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরোও খবর

Logo