যশোর সরকারি এম এম কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩ মার্চ , ২০২৪ ১৩:০২ আপডেট: ৩ মার্চ , ২০২৪ ১৩:০২ পিএম
যশোর সরকারি এম এম কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরিবেশের মধ্য দিয়ে রোববার থেকে শুরু হয়েছে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের তিনদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল সাড়ে দশটায় কলেজের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

পরিবেশের মধ্য দিয়ে রোববার থেকে শুরু হয়েছে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের তিনদিন ব্যাপি বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা। সকাল সাড়ে দশটায় কলেজের মাঠে  এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে  প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধাক্ষ ডক্টর প্রফেসর সার আবু বক্কর সিদ্দিকী শিক্ষা পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা।কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে  যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক বেলায়েত হোসেন সহ ১৯ বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ২৭ টি ইভেন্টে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে

এই বিভাগের আরোও খবর

Logo