লামা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন

মোহাম্মদ হাছান প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:১৫ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:১৫ এএম
লামা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন
পার্বত্য (বান্দরবান) লামা ৬ষ্ট উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রোববার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৯ জন প্রার্থী।

পার্বত্য (বান্দরবান) লামা ৬ষ্ট উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রোববার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৯ জন প্রার্থী।

২১ এপ্রিল পর্যন্ত উপজেলা প্রশাসন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা লামা উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।এবারের নির্বাচনে লামা উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হবে।সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়রাম্যান পদে মনোনয়ন দাখিল করেন, বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার।

ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, সমাজ সেবক প্রদীপ কান্তি দাশ, মোঃ সাইদুর রহমান ও লামা প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ আলীমিয়ার ছেলে আব্বাস উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈশালী বড়ুয়া, সুলতানা নাজমা ও বর্তমান ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ।দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২রা মে। ৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ২১ মে।

এই বিভাগের আরোও খবর

Logo