সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে কম্বাইন্ড পেট্রোল শুরুতেই গ্রেফতার ১১ জন।
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুরু হয়েছে অপারেশন কম্বাইন্ড পেট্রোল,এই অপারেশ- নের,অংশ হিসেবে,রংপুর মহানগর তাজহাট থানা এলাকা থেকে,রাতে ২জন ছিনতাইকারীকে গ্রেফতা- র করেছে,রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
সূত্রে জানা যায়, এছাড়াও ডেভিল হান্ট অপারেশ- ন ও নিয়মিত অপারেশনে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৯জনকে গ্রেফতার করেছে,রংপুর মেট্রোপলিট- ন পুলিশ। গ্রেফতারকৃত,২জন ছিনতাইকারীরা হচ্ছে নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার,মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে,চাঁন মিয়া(২২)ও আনসারী মোড় নোঙ্গ- রখানা এলাকার বাদশা মিয়ার ছেলে মাহিম(২০)কে আটক করেছে পুলিশ। উল্লেখো যে , এদিকে,রংপুর মহানগরীর আইন- শৃঙ্খলা,এবং চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করেন,এসময় সন্দে- হভাজন হলে,বাইকার ও অন্যান্য গভীর রাতে চলা- চলকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয,গণমাধ্যম কর্মীকে। এ বিষয়ে, গত(২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাধ্যমে বিষয়টি নি- শ্চিত করা হয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে যার যার মত করে,শান্তি বজায় রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন,কম্বাইন্ড পেট্রোল পুলিশ সদস্য ও সেনাসদস্যবৃন্দরা।