কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সক্রিয় ভূমিকায় অভিযুক্ত মোঃ বাবর আলী (পিতা: সাইফুর রহমান) কে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোছা: হাসিনা খাতুন নামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মাছের লোভদেখিয়ে ফুঁসলিয়ে ভুট্টা খেতে নিয়ে যায় বাবর আলী। সেখানেই সে ওই নারীকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর স্থানীয়রা সন্দেহজনক কিছু লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা বাবর আলীকে হাতেনাতে ধরে ফেলেন এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। উত্তেজিত জনতা অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং দ্রুত স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বাবর আলী এমন জঘন্য অপরাধ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, "এমন অমানবিক কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা চাই, অপরাধীর কঠোর শাস্তি হৌক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।"