মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সংশপ্তক অ্যাসোসিয়েশন পরিচালিত প্রচেষ্টা পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক ও সংশপ্তকের স্বেচ্ছাসেবীবৃন্দ।
২১ ফেব্রুয়ারি বুধবার সকালে শহিদ মিনারে সমবেত হয়ে তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও শহীদদের অবদানের কথা স্মরণ করেন। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অগণিত ভাষা শহীদ মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের পথ বেয়ে অর্জিত হয় আমাদের মাতৃভাষার অধিকার। বক্তারা বলেন, ভাষার অধিকার রক্ষার এই সংগ্রাম শুধুমাত্র অতীতের ইতিহাস নয়—এটি বর্তমান ও ভবিষ্যতের জন্যও এক চিরন্তন দায়িত্ব। সংশপ্তক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগ্রত করতে তাদের এই উদ্যোগ। তারা বিশ্বাস করেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া প্রয়োজন। উপসংহার হিসেবে তারা সবাই এক কণ্ঠে বলেন: "শ্রদ্ধা ভাষা শহীদদের, গর্ব আমাদের মাতৃভাষা।" এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।