সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা শহরেরও বিভিন্ন স্থানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই ভাঙচুর কার্যক্রম চালায়।এ সময়ে কুড়িগ্রাম জেলা শহরের জেলা পরিষদ কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয়, ডায়াবেটিক হাসপাতাল ও ত্রিমোহনী এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। আরও কয়েকটা উপজেলায় ভাং্গচুর করে।ভাঙচুরের সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, আপামর জনতার চাওয়া বাস্তবায়ন হয়েছে। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন। আমরা কুড়িগ্রামের প্রত্যেকটি জায়গায় মুজিববাদের কবর দেবো।সমন্বয়ক হাসান জিহাদি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে বার্তা দিতে চাই যে, তারা যেন আ. লীগের মতো করে স্বৈরাচারী আচরণ না করে। তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।